সঠিক উত্তর হচ্ছে: নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
ব্যাখ্যা: রূপজালাল নওয়াব ফয়জুননেসা (১৮৩৪-১৯০৩)-র গদ্য ও পদ্য ছন্দে রচিত (১৮৩৪-১৯০৩) আত্মজীবনী ও কল্পকাহিনীমূলক একটি গ্রন্থ। এটি ১৮৭৬ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। এটি সম্ভবত বাংলার একজন মুসলিম মহিলা কর্তৃক প্রথম রচিত একটি পূর্ণাঙ্গ সাহিত্যকর্ম।