সঠিক উত্তর হচ্ছে: সেরিব্রাল কর্টেক্সে
ব্যাখ্যা: মানবদেহের অগ্রমস্তিষ্কের অংশ সেরেব্রামের বহিঃস্তর ৩ সেমি পুরু ও গ্রে ম্যাটারে গঠিত। এর নাম সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে; চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনীশক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রন করে; বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ।