সঠিক উত্তর হচ্ছে: ৭
ব্যাখ্যা: ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে \'ব্যাংকক ডিক্লারেশন\' এর সিদ্ধান্ত অনুযায়ী \'বি অব বেঙ্গল ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন\' গঠিত হয়। এ সদর দপ্তর ঢাকার গুলশানে অবস্থিত। বর্তমানে এর সদস্য দেশ সাতটি। বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান ও নেপাল।
সংগঠনটিতে ভুটান ও নেপাল ২০০৪ সালে যোগ দিয়েছিল।