সঠিক উত্তর হচ্ছে: শুচিস্মিতা
ব্যাখ্যা: শুচিস্মিতা/ সুস্মিতা : ‘স্মিত’ শব্দের অর্থ ঈষৎ হাস্য’। ‘স্মিত’ শব্দের পূর্বে শুচি (অর্থ- পবিত্র) যুক্ত হয়ে গঠিত হয়েছে শুচিস্মিতা (নির্মল হাসিযুক্ত)। অপরদিকে ‘স্মিত’ শব্দের পূর্বে ‘সু’ উপসর্গ যোগে গঠিত হয়ে____ সুস্মিতা অর্থাৎ ‘সুন্দর হাস্যযুক্তা’। সূচিস্মিতা, সূচিষ্মিতা, সুচীস্মিতা শব্দসমূহ শুদ্ধ নয়।