সঠিক উত্তর হচ্ছে: ৪
ব্যাখ্যা: যে সকল শব্দ বাক্যে ব্যবহৃত না হলেও লিঙ্গ, বচন, বিভক্তিভেদে রূপান্তরিত হয় না, অর্থাৎ যাদের মূল রূপের পরিবর্তন হয় না, তাদের বলা হয় অব্যয় পদ। যেমন- ও, বরং, হ্যাঁ, না, তবে, নতুবা, তথাপি, আর, নচেৎ ইত্যাদি।বৈচিত্রের দিকে তাকিয়ে অব্যয়কে প্রধানত চারটি শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলি হল- পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয় এবং অনুকার অব্যয়।