নিচের অপশন গুলা দেখুন
- মনঃ + কষ্ট = মনকষ্ট
- অন্তঃ + গত = অন্তর্গত
- অহঃ + নিশা = অহর্নিশ
- শিরঃ + পীড়া = শিরঃপীড়া
কোন কোন ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না৷
যেমন- প্রাতঃ + কাল = প্রাতঃকাল, মনঃ + কষ্ট = মনঃকষ্ট, শিরঃ + পীড়া = শিরঃপীড়া৷
অ-কারের পরস্থিত র্-জাত বিসর্গের পর উপযুক্ত ধ্বনিসমূহের কোনোটি থাকলে বিসর্গ স্থানে \'র\' হয়।
যেমন- অন্তঃ + গত = অন্তর্গত, পুনঃ + আয় = পুনরায়৷
অহঃ + নিশা = অহর্নিশ হলো একটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী