সঠিক উত্তর হচ্ছে: প্রগতি
ব্যাখ্যা: গড়মিল ( মিলের অভাব), আনত (ঈষত নত), উদ্বেল ( বেলাকে অতিক্রান্ত) হলো অব্যয়ীভাব সমাস। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থ প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অন্যদিকে প্রগতি হচ্ছে প্রাদি সমাসের উদাহরণ। [সুত্র: ৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই]