সঠিক উত্তর হচ্ছে: WIPO
ব্যাখ্যা: World Intellectual Property Organization (WIPO) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। বিশ্বে মেধা সম্পদ সংরক্ষণ এবং উন্নতি সাধনের উদ্দেশ্যে এই আন্তর্জাতিক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা থেকেই ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদপত্র প্রদান করা হয়। বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য রয়েছে ৯ টি। [তথ্যসূত্রঃ wipo.org]