সঠিক উত্তর হচ্ছে: ১৮৫৭ সালে
ব্যাখ্যা: সিপাহি বিদ্রোহ হলো ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম।
১৮৫৭ সালের ২৯শে মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ‘মঙ্গলপাণ্ডে’ নামে এক সিপাহী কর্তৃক গুলি বর্ষণের মাধ্যমে এই বিদ্রোহের সূত্রপাত ঘটে।
পরবর্তীতে তা ভারতবর্ষের উত্তর ও পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়।
১৮৫৮ সালের জুলাইয়ে সিপাহি বিদ্রোহের সমাপ্তি ঘটে।
সিপাহি বিদ্রোহের ফলে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারতের শাসনভার ব্রিটিশ সরকার সরাসরি তার হাতে নিয়ে নেয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)