সঠিক উত্তর হচ্ছে: সবগুলো
ব্যাখ্যা: - নৈতিকতা হলো একটি গুণ বা নীতি যা ভালো বা মন্দ কিংবা সঠিক বা বেঠিক আচরণের সঙ্গে সম্পৃক্ত। - নৈতিকতা সামাজিক প্রথা, আদর্শ, ধর্ম ও ন্যায়বোধ থেকে উৎসারিত। এটি আইন দ্বারা প্রযুক্ত নয়। তবে এটি আইনের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে। উৎসঃ অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি এবং নীতিবিদ্যা - মুহম্মদ আবদুল বারী।