সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা: সৈয়দ আলী আহসান ইংরেজি সাহিত্যের কবি হুইটম্যানের কবিতা বাংলায় অনুবাদ করেন। এছাড়া ঈডিপাস নাটকটিও তিনি বাংলায় অনুবাদ করেন। মুনীর চৌধুরীর অনুবাদ নাটক সমূহ হলো মুখরা রমণী বশীকরণ, রূপার কৌটা এবং কেউ কিছু বলতে পারে না। (সূত্রঃ বিষয় বাংলা ও বাংলা ভাষা ও সাহিত্য : ড. সৌমিত্র শেখর)