সঠিক উত্তর হচ্ছে: ১০৬
ব্যাখ্যা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের সবচেয়ে বড় অর্জন হচ্ছে প্রতিকূল ও অপ্রতিকূল পরিবেশ উপযোগী উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত ১০৬টি (৯৯টি ইনব্রিড ও ৭টি হাইব্রিড) উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন করেছে।\nতম্মধ্যে:\n ৪৬টি জাত বোরো মওসুমের জন্য (১২টি জাত বোরো ও আউশ উভয় মওসুম উপযোগী)\n ২৬ টি জাত বোনা এবং রোপা আউশ মওসুম উপযোগী\n ৪৫ টি জাত রোপা আমন মওসুম উপযোগী\n ১২টি জাত বোরো ও আউশ উভয় মওসুম উপযোগী\n ১টি জাত বোরো, আউশ এবং রোপা আমন মওসুম উপযোগী\n ১টি জাত বোনা আমন মওসুম উপযোগী।