সঠিক উত্তর হচ্ছে: দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা: ‘তাপসী’ নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। তিনি ডি.এল রায় নামেও পরিচিত ছিলেন। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য নাটক- নূরজাহান, মেবার পতন, সাজাহান (সর্বশ্রেষ্ঠ), সিংহল-বিজয় প্রভৃতি। তাঁর গান আছে অসংখ্য যা বাংলা সাহিত্যের জগতে ‘দ্বিজেন্দ্রগীতি’ নামে পরিচিত।