নিচের অপশন গুলা দেখুন
- পূর্ববঙ্গ ও আসাম
- পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা
- পূর্ববঙ্গ
- পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের বড়লাট লর্ড কার্জনের এক ঘোষণার মাধ্যমে \'বঙ্গভঙ্গ\' হয়। এই পরিকল্পনায় বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা এবং মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ। প্রদেশের রাজধানী হয় ঢাকা। অপরপক্ষে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী হয় কলকাতা।