ব্যাখ্যা: মেঘের মত নাদ যার = মেঘনাদ\' মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। উল্লেখ্য, বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।