সঠিক উত্তর হচ্ছে: ৩২
ব্যাখ্যা: বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ ৩২টি। তার মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যাঞ্জনবর্ণ ২৬টি।অর্ধমাত্রা বর্ণ ৮টি এর মধ্যে স্বরবর্ণ ১টি ব্যঞ্জনবর্ণ ৭টি এবং মাত্রাহীন বর্ণ ১০ টি এর মধ্যে স্বরবর্ণ ৪টি ব্যঞ্জনবর্ণ ৬টি।(তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা)