সঠিক উত্তর হচ্ছে: বাংলাদেশ
ব্যাখ্যা: ২০২০ সালে প্রকাশিত IQAir World Air Quality Report - 2019 এ ৯৮টি দেশের মধ্যে শীর্ষ বায়ুদূষিত দেশ হলো বাংলাদেশ। তালিকায় ২য় ও ৩য় স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও মঙ্গোলিয়া। ভারতের অবস্থান ৫ম স্থানে। এছাড়া রাজধানী হিসেবে শীর্ষ দূষিত শহর হলো নয়াদিল্লি। ২য় অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। (সূত্রঃ IQAir World Air Quality Report -2019)