নিচের অপশন গুলা দেখুন
- পুণ্ডু
- গৌড়
- হরিকেল
- তাম্রলিপ্তি
প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। \'পুণ্ড্র\' বলে একটি জাতি এ জনপদ গড়ে উঠেছিল। পুণ্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল \'পুণ্ড্রনগর\'। বাংলাদেশে প্রাপ্ত পাথরের চাকতিতে খোদাই করা সম্ভবত প্রাচীনতম শিলালিপি পুণ্ড্রতে পাওয়া গেছে। উল্লেখ্য, | বাংলা পূর্বে প্রায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। এগুলো হলো পুণ্ডু হরিকেল, সমতট, গৌড়, বঙ্গ ইত্যাদি।