নিচের অপশন গুলা দেখুন
- ১০ অক্টবর ১৯৭২
- ২২ মে, ১৯৭২
- ২৩ মে, ১৯৭২
- ২১ মে, ১৯৭২
১০ অক্টোবর ১৯৭২ চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় শোষিত ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তথা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে \'জুলিও কুরি শান্তি পদক\' প্রদানের ঘোষণা দেয়া হয়। বিশ্বের ১৪০টি দেশের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর ১৯৭৩ সালের মে মাসে বিশ্ব শান্তি পরিষদের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয় দু\'দিনব্যাপী \'Asian Peace & Security Conference\', ঐ সম্মেলনের দ্বিতীয় দিন ২৩ মে ১৯৭৩ জাতীয় সংসদের উত্তর প্লাজার উন্মুক্ত চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ব শাস্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ বঙ্গবন্ধুকে \'জুলিও কুরি শান্তি পদক\' পরিয়ে দেন।