সঠিক উত্তর হচ্ছে: সি ভি রমন
ব্যাখ্যা: স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন, সিবিই ভারতীয় বিজ্ঞানী যিনি রামন ক্রিয়া আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কারের বিষয় ছিল আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে তাঁর মৌলিক আবিষ্কার। তাঁর ভ্রাতুষ্পুত্র সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরও ১৯৮৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।\n[তথ্যসূত্রঃ বিজ্ঞানী সি. ভি. রামন. গ্রন্থতীর্থ, কলকাতা]\n