সঠিক উত্তর হচ্ছে: কায়কোবাদ
ব্যাখ্যা: \'শিব মন্দির\' কায়কোবাদ রচিত একটি কাব্যগ্রন্থ। উনিশ শতকের এ কবির আসল নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশী। তিনি একই সঙ্গে মহাকবি ও গীতিকবি। কুসুমকানন, অশ্রুমালা, অমিয়ধারা, মহরম শরীফ ইত্যাদি তাঁর কাব্যগ্রন্থ আর \'মহাশ্মশান\' হচ্ছে মহাকাব্য।