সঠিক উত্তর হচ্ছে: ১৯০৫
ব্যাখ্যা: ১৯০৫ সালে রুশ-জাপান যুদ্ধে জাপানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় রাশিয়া। যুদ্ধস্থল ছিলো - মাঞ্চুরিয়া, কোরীয় উপদ্বীপ ও পীত সাগর। এই যুদ্ধে রাশিয়ার পরাজয়ের ফলে জার শাসনের ভিত নড়ে উঠে এবং ১৯১৭ সালের বলশেভিক বিপ্লবের পথ সুগম হয়।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।