সঠিক উত্তর হচ্ছে: আফগানিস্তান
ব্যাখ্যা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনে ২০০১ সালের ২০ ডিসেম্বর আফগানিস্তানে International Security Assistance Force (ISAF) মোতায়েন করা হয়। এই মিশন ন্যাটোর অধীনে আফগানিস্তানে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত সক্রিয় ছিলো। এর সদরদপ্তর ছিলো কাবুলে। এই মিশনে প্রায় ১,১৮,০০০ সেনা ছিলো। এর উদ্দেশ্য ছিলো যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনা। (সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)