সঠিক উত্তর হচ্ছে: কোস্টারিকা
ব্যাখ্যা: USMCA :\r\n\r\n১ জানুয়ারি ১৯৯৪ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর মধ্যে স্বাক্ষরিত হয় ত্রিপক্ষীয় বাণিজ্য চুক্তি North American Free Trade Agreement (NAFTA)। কিন্তু ২০ জানুয়ারি ২০১৭ ক্ষমতায় আসার পরপরই মার্কিন স্বার্থ পরিপন্থী বলে NAFTA নিয়ে আপত্তি তোলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ১৮ মে ২০১৭ চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার হুমকি দেন। এক বছরের বেশি সময় ধরে NAFTA নিয়ে নানান আলোচনা-বিতর্ক চলার পর ৩০ সেপ্টেম্বর ২০১৮ চুক্তিটি পুরোপুরি ঢেলে সাজাতে সম্মত হয় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। নবায়ন ও নাম পরিবর্তনসহ চুক্তির সামগ্রিক বিষয়গুলো নতুন করে লেখা হয়। চূড়ান্তভাবে স্বাক্ষরিত হওয়ার পর NAFTA’র জায়গায় প্রতিস্থাপিত হবে United States – Mexico - Canada Agreement (USMCA)। চুক্তিভুক্ত অঞ্চলগুলোর মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার।