সঠিক উত্তর হচ্ছে: শ্রীকান্ত
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের \'অপরাজেয় কথাশিল্পী\' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮) জন্মগ্রহণ করেন হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ দেনা-পাওনা, বড়দিদি, বিরাজবৌ, পন্ডিতমশাই,পরিণীতা,চন্দ্রনাথ, শ্রীকান্ত (আত্মজৈবনিক উপন্যাস), দেবদাস, চরিত্রহীন, গৃহদাহ, পথের দাবী, শেষ প্রশ্ন, শেষের পরিচয়।[তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]