সঠিক উত্তর হচ্ছে: ১৯৪৮
ব্যাখ্যা: \'লালসালু\' উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ। এটি তাঁর শ্রেষ্ঠ রচনা এবং এটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়। চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো উপন্যাস দুটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত মনোসমীক্ষণমূলক উপন্যাস। উৎস: Hello BCS লেকচার।