সঠিক উত্তর হচ্ছে: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা: \'একটি কালো মেয়ের কথা\' উপন্যাসের রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটি লেখকের সর্বশেষ উপন্যাস যা মুক্তিযুদ্ধভিত্তিক । ধাত্রীদেবতা (১৯৩৯), গণদেবতা (১৯৪৩) এবং পঞ্চগ্রাম (১৯৪৪) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ত্রয়ী উপন্যাস। এছাড়া হাঁসুলি বাঁকের উপকথা (১৯৪৭)ও চৈতালি ঘূর্ণী (১৯৩১) তার অপর দুটি উল্লেখযোগ্য উপন্যাস।