সঠিক উত্তর হচ্ছে: কানকুন সম্মেলন
ব্যাখ্যা: ২০০৯ সালের ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত COP-15 সম্মেলনে সবুজ জলবায়ু তহবিল গঠনের অঙ্গীকার করা হয়। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ২০১০ সালে মেক্সিকোর কানকুন শহরে অনুষ্ঠিত (COP-16) সসম্মেলনে ফান্ডটি গঠিত হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার মঞ্জুর করেছে। [তথ্যসূত্রঃ greenclimate.fund ]