সঠিক উত্তর হচ্ছে: গুণ
ব্যাখ্যা: তৎসম বা সংস্কৃত প্রকৃতির সঙ্গে কৃৎ প্রত্যয়যোগে কৃদন্ত পদ সাধিত হয়। যেমন—গম + অন = গমন, কৃ + তব্য = কর্তব্য। কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগে কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়। এ পরিবর্তনকে গুণ ও বৃদ্ধি বলে।\nই, ঈ-এর স্থলে এ হলে উ, ঊ-এর স্থলে ও হলে এবং ঋ-এর স্থলে অর হলে গুণ হয়।\nঅ-এর স্থলে আ হলে ই, ঈ-এর স্থলে ঐ হলে উ, ঊ-এর স্থলে ঔ হলে এবং ঋ-এর স্থলে আর হলে বৃদ্ধি হয়।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]