সঠিক উত্তর হচ্ছে: সাত সাগরের মাঝি
ব্যাখ্যা: সাত সাগরের মাঝি ফররুখ আহমেদ রচিত কাব্যগ্রন্থ।এটি ১৯৪৪ সালে প্রকাশিত হয়।\nএতে মোট ১৯ টি কবিতা রয়েছে। এটি ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্য। নৌফেল ও হাতেম ফররুখ\nাহমেদের কাব্যনাট্য। হাতেমতায়ী একটি কাহিনি কাব্য । এর জন্য তিনি ১৯৬৬ সালে আদমজী পুরস্কার লাভ করেন।\n[তথ্যসূত্রঃ ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা]