সঠিক উত্তর হচ্ছে: ২৬
ব্যাখ্যা: স্রোতের বিপরীত/প্রতিকূল গতি = ৮ কি.মি./ঘন্টা\nস্থির গতি = ১৩ কি.মি/ঘন্টা\nঅনুকূল গতি = স্থির গতি + (স্থির গতি-স্রোতের গতি) [যখন কেবল স্থির গতি আর বিপরীত/প্রতিকূল গতি দেয়া থাকবে)\n\n=১৩ +(১৩-৮) \n= ১৩+৫\n= ১৮ কি.মি./ঘন্টা\n\nএখন, ১৪৪ কি.মি. অনুকূলে যেতে সময় লাগবে = ১৪৪/১৮ = ৮ ঘন্টা\nসুতরাং, স্রোতের বিপরীতে ফিরতে সময় লাগবে = ১৪৪/৮ = ১৮ ঘন্টা\n\nঅর্থাৎ, ১৪৪ কি.মি. গিয়ে ফিরে আসতে নৌকাটির (১৮+৮)= ২৬ ঘন্টা সময় লাগবে।