ব্যাখ্যা: নাইট্রোজেন একটি মৌল বা মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থের প্রতীক N ও পারমাণবিক সংখ্যা ৭। \nবিশুদ্ধ নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় বর্ণহীন, গন্ধহীন ও স্বাদবিহীন। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় ধরনের দ্বিপরমাণুক গ্যাস।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।