সঠিক উত্তর হচ্ছে: ১৯৯৬
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ-ভিত্তিক একটি জাদুঘর। এটি বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর।\nএটি ঢাকার এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালের ২২ শে মার্চ। মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু আছে এই জাদুঘরে ।\n[তথ্যসূত্রঃ রহমান, আশীষ উর (৫ নভেম্বর ২০১৭)। \"মুক্তিযুদ্ধ জাদুঘর: এক অনন্য উদ্যোগ\"। দৈনিক প্রথম আলো]