সঠিক উত্তর হচ্ছে: দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫) এবং প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা (১৮৬৬)। উপন্যাস দুটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশনন্দিনী শব্দের অর্থ দুর্গ প্রধানের কন্যা। কাঙাল হরিনাথের উপন্যাস বিজয় বসন্ত ও ভবানী বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থ নববাবুবিলাস। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।