সঠিক উত্তর হচ্ছে: রাজা জ্ঞানেন্দ্র
ব্যাখ্যা: নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্ৰ। ২০০১ সালে নেপালের এই রাজপ্রাসাদে ঘটে যায় এক নির্মম হত্যাকান্ডা রাজপুত্র দিপেন্দ্রর হাতে নিহত হন রাজা বীরেন্দ্র সহ রাজ পরিবারের আরও আট সদস্য৷ সে রাতে রাজ প্রাসাদের বাইরে থাকায় বেঁচে যান বর্তমান রাজা জ্ঞানেন্দ্র৷ হত্যাকান্ডের পর রাজপুত্র দিপেন্দ্র আত্মহত্যা করলে রাজপরিবারের একমাত্র উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে বসেন রাজা জ্ঞানেন্দ্রা কিন্তু গত সাত বছরে নেপালে ঘটে গেছে অনেক পরিবর্তন৷ রাজতন্ত্রেরপরিবর্তে গণতন্ত্রকে বেছে নিয়েছে নেপালের জনগন৷ তাই ২০০৫ সালে একচ্ছত্র ক্ষমতা হাতে নিয়েও গনবিক্ষোভের মুখে এক বছর পরই তা ফিরিয়ে দিতে বাধ্য হন রাজা জ্ঞানেন্দ্রা এরপর গত নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে মাওবাদীরা জয়লাভ করলে নেপালের রাজতন্ত্রের ভবিষ্যত অনেকটাই নির্ধারিত হয়ে পড়ে৷ কেননা এ রাজতন্ত্রের বিরুদ্ধেই দীর্ঘ সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছিলো মাওবাদীরা৷ গত ২৮শে মে নেপালের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশটিকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়৷ [Source: wwww.wikipedia.org]