সঠিক উত্তর হচ্ছে: বিকিরণ
ব্যাখ্যা: তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ।
\nযে পদ্ধতিতে তাপ পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে বা উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চালিত হয় সে পদ্ধতিকে পরিবহন বলে। যে পদ্ধতিতে তাপ কোন পদার্থের অণুগুলো চলাচল দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় তাকে পরিচলন বলে। যে পদ্ধতিতে তাপ মাধ্যমের সাহায্যে ছাড়াই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে।