সঠিক উত্তর হচ্ছে: পালাউ
ব্যাখ্যা: দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ রাষ্ট্রসমূহের মাঝখানে অবস্থিত অপেক্ষাকৃত দুর্বল ও নিরপেক্ষ দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের প্রথমদিকে ‘বেলজিয়াম’ ফ্রান্স এবং জার্মানির মধ্যে বাফার স্টেট হিসেবে কাজ করেছে। মঙ্গোলিয়া হল রাশিয়া এবং চীনের মধ্যবর্তী এবং ভূটান হচ্ছে চীন ও ভারতের মধ্যে বাফার দেশ। পালাউ হচ্ছে অছি রাষ্ট্র, যা ১৯৯৪ সালে অছি পরিষদ থেকে স্বাধীন হয়েছে।