সঠিক উত্তর হচ্ছে: ১০ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা: ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন___________2019\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆ ?\r\n? পরিচিতি— ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন বা Citizen (Amended) Act (CAA), 2019 বা Citizenship Amended Bill (CAB)) নামে পরিচিত। বিলটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন— ১২ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ। বিলটি রাজ্যসভায় পাস হয়— ১১ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ। \r\n\r\n? এই বিলটি গৃহীত হয়— ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করে। \r\n\r\n? গেজেট মোতাবেক দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা হয়— ১০ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে। \r\n\r\n? উদ্দেশ্য— ভারতের প্রতিবেশী দেশ যেমন : বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের সহজে ভারতের নাগরিকত্ব দেয়া। এই আইন অনুসারে নাগরিকত্ব পাবে— যারা ৩১ ডিসেম্বর ২০১৪ খ্রিস্টাব্দের পূর্বে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে প্রবেশ করেছে।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆ ?\r\n? আইনের বিরুদ্ধাচারণের কারণ\r\n\r\n? নাগরিকত্ব সংশোধনী আইনকে (CAA) মুসলিমবিদ্বেষী ও বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ।\r\n\r\n? এ আইনের বিপক্ষে সর্বপ্রথম আইনি পদক্ষেপ গ্রহণ করে— কেরালা রাজ্য। CAA বৈধ নয়— এ মর্মে আবেদন সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। \r\n\r\n? কেরালার পর দ্বিতীয় রাজ্য হিসেবে ‘পাঞ্জাব’ সিদ্ধান্ত এ আইনটি কার্যকর না করার— ১৭ জানুয়ারি ২০২০ খ্রি.।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆ ?