সঠিক উত্তর হচ্ছে: যায় যায়
ব্যাখ্যা: ক্রিয়াবাচক শব্দঃ
\nবিশেষণরূপেঃ এ দিকে রোগীর তো যায় যায় অবস্থা। মেহমানের আজও দেখছি থাকা থাকা ভাব, তবে কি যাবে না লোকটি?
\nস্বল্পকাল স্থায়ী বোঝাতেঃ দেখতে দেখতে আকাশ কালো হয়ে এল।
\n ক্রিয়া-বিশেষণঃ দেখে দেখে যেও। ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাবে?
পৌনঃপুনিকতা বোঝাতেঃ ডেকে ডেকে হয়রান হয়ে গেছি।