সঠিক উত্তর হচ্ছে: উপমেয়
ব্যাখ্যা: উপমান ও উপমেয় কর্মধারয় সমাসের তুলনা____________
\n? তিনটি বিষয় মনে রাখতে হবে_
\n? উপমান : পরোক্ষ বস্তু (যার সাথে তুলনা করা হয়)
\n? তুলনা করার জন্য বস্তুর সাধারণ ধর্ম
\n? উপমেয় : প্রত্যক্ষ ব্যক্তি বা বস্তু (যে বস্তুর তুলনা করা হয়) অর্থাৎ প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়- উপমেয়। [২৭তম বিসিএস, প্রবাসী কল্যণ ব্যাংকের (ক্যাশ): ১৯; প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৪]