সঠিক উত্তর হচ্ছে: ইথিওপিয়া
ব্যাখ্যা: ২০২২ সালের ১ জানুয়ারি আফ্রিকার তিন দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্ক সুবিধা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশ গুলোর শুল্ক সুবিধা বাতিল করেছে বাইডেন প্রশাসন। আফ্রিকার দেশ গুলোর সাথে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত সুবিধার চুক্তির নাম ছিলো- African growth amd opportunity Act(AGOA) [ তথ্যসূত্রঃ দেশী ও বিদেশি পত্র পত্রিকা]