সঠিক উত্তর হচ্ছে: বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা: বিহারীলাল এর প্রথম প্রকাশিত গ্রন্থ হল \"স্বপ্নদর্শন\"(১৮৫৮)। তার রচনাবলীর মধ্যে \"স্বপ্নদর্শন\" (১৮৫৮), \"সঙ্গীত শতক\" (১৮৬২), \"বঙ্গসুন্দরী\" (১৮৭০), \"নিসর্গসন্দর্শন \"(১৮৭০), \"বন্ধুবিয়োগ \"(১৮৭০), \"প্রেম প্রবাহিনী\" (১৮৭০), \"সারদামঙ্গল \"(১৮৭৯), \" দেবরানী\" (১৮৮২), \"বাউলবিংশতি\" (১৮৮৭), \"সাধের আসন\" (১৮৮৯), \" ধূূমকেতু \"(১৮৯৯) ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি \"পূর্ণিমা\" (১২৬৫ বঙ্গাব্দ), \"সাহিত্য সংক্রান্তি\"(১৮০৬),\" অবোধবন্ধু \"(১৮৬৩)ইত্যাদি তার সম্পাদিত পত্রিকা। সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবেও তিনি যোগ্যতার পরিচয় দিয়েছেন।