নিচের অপশন গুলা দেখুন
- UNDB
- IMF
- জাতিসংঘ
- WB
১৯৮০ এর দশক থেকেই বিশ্বব্যাংক, UNDP - সুশাসন এর বিষয়ে বাস্তবভিত্তিক চিন্তাভাবনা শুরু করে। ১৯৮৯ সালে প্রথম বিশ্বব্যাংক প্রথম সুশাসন বিষয়ের ধারনাটি সামনে নিয়ে আসে এবং এই সম্পর্কে বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি হতে থাকে। বিশ্বব্যাংক ১৯৯২ সালে “Governance and Development” শীর্ষক রিপোর্টে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করে।
২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের চারটি স্তম্ভ ঘোষণা করে। এ চারটি স্তম্ভ হল−
১.দায়িত্বশীলতা,
২.স্বচ্ছতা
৩.আইনী কাঠামো ও
৪.অংশগ্রহণ।
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর (১ম) বোর্ড বই।