ব্যাখ্যা: বৃক্ষ মূলের সাহায্যে মাটিতে আকড়ে থাকে।\nমূল হলো উদ্ভিদের ভিত্তি যা তাকে অবস্থানে আটকে রাখে।\nঅনুরূপ ভাবে দালানের ভিত্তি হলো তার ভীত।\nভীতের উপর দালান দাঁড়িয়ে থাকে।\nভাষাগত যৌক্তিক বিচারে এটি সবচেয়ে গ্রহণযোগ্য।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।