সঠিক উত্তর হচ্ছে: ৩
ব্যাখ্যা: এখানে প্রথমে ত্রিভুজের মধ্যে চতুর্ভুজ অর্থাৎ বাইরের থেকে ভেতরে ১ বাহু বেশি। এক ই ভাবে ২য় চিত্রে বাইরের চতুর্ভুজ এর থেকে ভেতরে ১ বাহু বেশি পঞ্চভুজ৷ এবং শেষের চিত্রটিতে বাইরের পঞ্চভুজের থেকে ভেতরে ১ বাহু বেশি ষড়ভুজ। তাহলে দেখা যাচ্ছে ৩য় চিত্রটিই ভিন্ন। কারণ তার বাইরের চতুর্ভুজ এর ভেতরে ত্রিভুজ আছে।