1 উত্তর
সঠিক উত্তর হচ্ছে: ফ,ড়,চ
ব্যাখ্যা:
\n\n
যে ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের কোথা ও বাঁধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশধ্বনির সৃষ্টি করে, তাকে উষ্মধ্বনি বা ঘর্ষণজাত ধ্বনি বলে। শিশধ্বনি/ ঘর্ষণজাত ধ্বনি ৪ টি । যথা: শ, ষ, স (অঘোষ অল্পপ্রাণ) ; হ ( ঘোষ মহাপ্রাণ)।
\n
ঘ অপশনে এর কোনটিই নেই।