সঠিক উত্তর হচ্ছে: অলুক
ব্যাখ্যা: ? অলুক দ্বন্দ্ব
\nযে দ্বন্দ্ব সমাসে কোন সমস্যমান পদের বিভক্তি সমস্ত পদে লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন- দুধে-ভাতে [১০ম শিক্ষক নিবন্ধন : ১৪] ঘরে-বাইরে [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০৯]
\n\n ? জলে-স্থলে [৩৭তম বিসিএস]
\n ? দেশে-বিদেশে
\n ? হাতে-কলমে
\n ? সাপে ও নেউলে = সাপে-নেউলে [যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক: ৯৪]
\n ? পথে-প্রান্তরে [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স এর কার্যালয়ের অধীন জুনিয়র অডটর: ১৪]।
\n ? মায়ে-ঝিয়ে [আনসার অ্যাডজুটেন্ট : ১৫]
\n ? ভেবে-চিন্তে
\n ? হাতে-পায়ে