সঠিক উত্তর হচ্ছে: Volpone
ব্যাখ্যা: ভলপনি\r\nচরিত্র- ভলপনি (প্রধান চরিত্র), মোসকা, বোনারিও, করবাসিও\r\n\r\n‘ভলপনি’ বা ‘দি ফক্স’ (Volpone or The Fox) [37তম বিসিএস] একটি কমেডি নাটক। নাটকটি বাস্তব জীবনের হাস্যরসাত্মক ঘটনা ও পশু উপকথার (Beast Fables) উপর চিত্রিত। একে Beast Fable-ও বলা হয় এটি লোভ লালসার একটি নির্দয় বিদ্রুপ। নাটকটিতে জনসন মানুষের লোভ-লালসা ও নীচতার এক নগ্নমূর্তি অঙ্কন করেছেন। যারা টাকার লোভে নিজের বিবাহিত স্ত্রীকে ধনীর কামনার আগুনে উপঢৌকন দিতে কুণ্ঠিত হয় না, যারা টাকার গন্ধে আত্মহারা হয়ে ছুটে বেড়ায়, তাদের বীভৎস রূপকে চিত্রিত করেছেন। \r\n\r\nদ্য আলকেমিস্ট\r\nএ নাটকে তিনি অর্থলালসার করুণ চিত্র অঙ্কন করেছেন। সাটল নামে এক ব্যক্তি পরশপাথরের মাধ্যমে সমস্ত বস্তুকে সোনা করার নামে যে ধোকা দিয়ে অনেক মানুষকে প্রতারিত করেছিল তা এই নাটকের কাহিনীতে বর্ণিত হয়।\r\n\r\nএপিকোন\r\n‘এপিকোন’ বা ‘দি সাইলেন্ট ওম্যান’ নাটকে অর্থের লোভে ভাগ্নে তার বিয়ে পাগল মামাকে একটি বালকের সাথে বিয়ে দিয়ে কিভাবে বিপদে ফেলে জব্দ করেছিল তার কাহিনী বর্ণিত আছে।