সঠিক উত্তর হচ্ছে: ১১৯৪ সালে
ব্যাখ্যা: ৭১৩ খ্রিষ্টাব্দে মুসলমান বাহিনী মুলতান জয় করে। ঐতিহাসিকদের মতে মুলতান নগরী থেকে মুসলিম সেনাপতি মুহম্মদ বিন কাশিম বিপুল পরিমাণ স্বর্ণ করায়ত্ত করতে পেরেছিলেন। যার দরুন তিনি মুলতানকে স্বর্ণের নগরী নাম দিয়েছিলেন। ভারতবর্ষের সিন্ধু ও মুলতান নগরী বিজয়ের মধ্য দিয়েই মূলত ভারত উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা হয়।