সঠিক উত্তর হচ্ছে: ধ্বনিতত্ত্বে
ব্যাখ্যা: ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয় ।\n\nবাংলা ব্যাকরণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি । যথা : ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম ও অর্থতত্ত্ব । ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি, ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও লোপ প্রভৃতি । শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়- শব্দ, লিঙ্গ, বচন, সমাস, উপসর্গ, কারক, ধাতু, পদ প্রকরণ প্রভৃতি । বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয় - বাক্যের গঠন প্রণালী, বিরাম বা যতি চিহ্ন, বাগধারা প্রভৃতি ।